আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ মে ২০২২, সোমবার |

kidarkar

কমোডিটি এক্সচেঞ্জ দ্রুত শুরুর আশা বানিজ্যমন্ত্রীর

শেয়ারবাজার রিপোর্ট:বানিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, বাংলাদেশে অনেক আগেই কমোডিটি এক্সচেঞ্জ এর কার্যক্রম শুরু হওয়া উচিত ছিলো। তবে এটি সুখবর যে, আমরা এখন এর প্রক্রিয়া শুরু করতে পেরেছি। একই সাথে এক্সচেঞ্জের কার্যক্রম যেন দ্রুত শুরু হয় সে ব্যাপারে আশাব্যক্ত করেছেন তিনি।

সোমবার (১৬ মে) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসি এর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম এর সাথে বানিজ্যমন্ত্রী টিপু মুনশীর সৌজন্য বৈঠক সম্পাদিত হয়েছে। এ সময় এসব কথা বলেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশী।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিএসইপিএলসি এর পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম । এই বৈঠকে আলোচিত বিষয় ছিল বাংলাদেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের অগ্রগতি।

উল্লেখ্য গত ১২ এপ্রিল ২০২২ চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই পিএলসি) এবং মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স) এর মধ্যকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বানিজ্যমন্ত্রী অনলাইনে যুক্ত ছিলেন এবং সেই ধারাবাহিকতায় আজ পরবর্তী অগ্রগতি বিষয়ে অবহিত হতে আগ্রহ প্রকাশ করেন তিনি।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.