আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ মে ২০২২, বুধবার |

kidarkar

সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ

শেয়ারবাজার রিপোর্ট:ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবারও মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসই এক্স ৯৩ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৭৬২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৬ কোটি ৮২ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৭৭৯ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট কমে  অবস্থান করছে ১ হাজার ৩৯১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ৩৩৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৩১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২১১ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৪ উত্তর “সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ”

  • kabir says:

    Chor, batpar ar kase market thakle amni hobe. Agamikaler jonno shobai ready thako index 200-250 howa hobe. Thankbe sudu chor ar batparer adipotto.

  • Khalilurrahman says:

    হাসিনা চোর, দরবেশ চোর, অর্থমন্ত্রী চোর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর চোর, শিবলী রুবাইয়াতুল ইসলাম ও তার পুরো কমিশন চোর, চোর ডাকাতদের লুটপাটের বিচার বাংলার মাটিতে হবেই হবে। ইন শা আল্লাহ্

  • Khalilurrahman says:

    চোর ডাকাতদের লুটপাটের কমিশন সাধারন বিনিয়োগকারীদের আকুতি মিনতি করে বাজারে এনে হাত পা বেঁধে সাগরে ভাসিয়ে দিল। বদমাইশ মিথ্যায় ভরপুর শিবলী রুবাইয়াতুল ইসলাম এর কমিশন।
    খাইরুল এর কমিশন অধিকাংশে ভালো ছিল।
    এই বাজার টাকে শেষ করে দিলো দরবেশ সহ এই অবৈধ সরকার প্রধান

  • sifatullah says:

    রক্ষাক যখন ভক্ষক হয়।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.