আজ: মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ইং, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ মে ২০২২, বুধবার |

kidarkar

ইউক্রেনের ৯৫৯ সেনা আত্মসমর্পণ করেছে, দাবি রাশিয়ার

শেয়ারবাজার ডেস্ক:ইউক্রেনের ৯৫৯ জন সেনা আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে ৮০ জন আহত সেনা রয়েছেন।

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই দাবি করেছে।
এর আগে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, কয়েক সপ্তাহের মরিয়া প্রতিরোধের পর মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানার ২৫০ জনের বেশি ইউক্রেনীয় সেনা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আত্মসমর্পণকারী সেনাদের মধ্যে আজভ রেজিমেন্টের সেনাও রয়েছে।

রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়তে ২০১৪ সালে উগ্র ডানপন্থী স্বেচ্ছাসেবক মিলিশিয়াদের নিয়ে আজভ রেজিমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল। রাশিয়া ইউক্রেনের এই ইউনিটকে ফ্যাসিবাদী বা নাৎসি বলে অভিহিত করে। ইউক্রেন জানিয়েছে, সংস্কার আনার মাধ্যমে আজভ রেজিমেন্টকে ন্যাশনাল গার্ডের সঙ্গে যুক্ত করা হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়,মঙ্গলবার সন্ধ্যায় ইউক্রেনীয় সেনাদের বহনকারী প্রায় ১২টি বাস দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরীর বিশাল শিল্পাঞ্চল ছেড়ে যায়।

মার্চের শুরুতে রুশ বাহিনীর অগ্রগামী সেনারা দক্ষিণাঞ্চলীয় মারিউপোল শহরটি ঘিরে ফেলে। এর পর থেকে আজভ রেজিমেন্ট, ন্যাশনাল গার্ড, পুলিশ, আঞ্চলিক প্রতিরক্ষাবাহিনীর সদস্যসহ কয়েক শ ইউক্রেনীয় সেনার পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক বেসামরিক নাগরিক বিশাল এই শিল্পাঞ্চলে আটকে পড়েন।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.