আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ মে ২০২২, রবিবার |

kidarkar

আজও ব্যাপক পতন শেয়ারবাজারে

শেয়ারবাজার রিপোর্ট:পুঁজিবাজারে যেন কোনোভাবেই পতন থামছে না। আজ রোববারও মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান (ডিএসই) মূল্য সূচক ডিএসই এক্স ১১৫ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন সামান্য বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ডিএসইতে ৬৮২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৩ কোটি ৩৩ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৬৬৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৪২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ পয়েন্ট কমে  অবস্থান করছে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ২৭৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ৩৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৮২ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

২ উত্তর “আজও ব্যাপক পতন শেয়ারবাজারে”

  • Ali Hyder says:

    ‡kqv‡ii avivevwnK cZb nq Kvib hLb AwkwÿZ wewb‡qvMKvixi f‡q †kqvi wewµ K‡i †`q| Giv Avevi A¯^vfvweK gy‡j¨ †kqvi µq K‡i _v‡K A_v©r †kqv‡ii Avq e¨q we‡kølb bv K‡i †kqvi µqweµq K‡i _v‡K| eZ©gv‡b gv‡K©‡U A‡bK †kqvi AvÛvi †fjy‡qkb n‡q‡Q Zey †µZv bvB| hw` ‡kqv‡ii †µZv we‡µZvMb †kqv‡ii Avq I G‡mU †fjy we‡kølb K‡i †kqv‡i wewY‡qvM Ki‡Zv Zv n‡j gv‡K©U G iKg n‡Zv bv|

  • Ali Hyder says:

    Share price in the Market continuously failing because maximum investors buy and sell their share without considering financial information of the related company. In the present situation most of the shareholder selling their share by maximum amount losing but they were purchased the share for achieving high gain. Unfortunately those investors losing their capital. Now a days maximum share dealing with under valued but no sufficient buyer in the market. As a result market losing their actual position. Everybody should buy and sell any share considering their financial performance.

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.