আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ মে ২০২২, সোমবার |

kidarkar

উত্থানে ফিরেছে শেয়ারবাজার

শেয়ারবাজার রিপোর্ট:টানা ৮ দিন পর তীব্র দরপতন থেমেছে পুঁজিবাজারে। মার্জিন ঋণের সুবিধা বাড়িয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা জারি এবং শেয়ারবাজারকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অর্থমন্ত্রীর বিভিন্ন দিক নির্দেশনার পর উত্থানে ফিরেছে।পুঁজিবাজারে মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য ডিএসইএক্স ১১৮ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৬৫৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৩ কোটি ২৭ লাখ টাকা কম।  গতকাল  ডিএসইতে ৬৮২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৩৭৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩২ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ৩০৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪৩টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৩০ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

২ উত্তর “উত্থানে ফিরেছে শেয়ারবাজার”

  • Anonymous says:

    শেয়ারবাজার ভবিষ্যতে আরো অনেক ভালো হবে আশা করছি শেয়ার বাজার সাধারণ বিনিয়োগকারী যদি দেখে শুনে বুঝে শুনে ভালো শেয়ার বিনিয়োগ করলে লোকসান গুনতে হবে না বাজার যখন মূল্য উচ্চতায় যাবে তখন কারসাজির মাধ্যমে স্বল্প মূলধনী কোম্পানির শেয়ার দর বাডিয়ে সাধারণ বিনিয়োগকারী দের থেকে শুরু করে পয়দা লুটপাট করারও সুযোগ নিয়ে থাকে বিএসইসি বর্তমান চেয়ারম্যান মহদোয় এর অনেক ঘোষণা করেছে এইসব কারসাজির দের শুনানির আওয়াতা আনবেন সাধারণ বিনিয়োগকারী এই আশা করছি।

  • মোঃ সাহাব উদ্দিন মোল্লা says:

    শেয়ারবাজার ভবিষ্যতে আরো অনেক ভালো হবে আশা করছি শেয়ার বাজার সাধারণ বিনিয়োগকারী যদি দেখে শুনে বুঝে শুনে ভালো শেয়ার বিনিয়োগ করলে লোকসান গুনতে হবে না বাজার যখন মূল্য উচ্চতায় যাবে তখন কারসাজির মাধ্যমে স্বল্প মূলধনী কোম্পানির শেয়ার দর বাডিয়ে সাধারণ বিনিয়োগকারী দের থেকে শুরু করে পয়দা লুটপাট করারও সুযোগ নিয়ে থাকে বিএসইসি বর্তমান চেয়ারম্যান মহদোয় এর অনেক ঘোষণা করেছে এইসব কারসাজির দের শুনানির আওয়াতা আনবেন সাধারণ বিনিয়োগকারী এই আশা করছি।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.