আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ জুন ২০২২, শনিবার |

kidarkar

ন্যাশনাল হাউজিংয়ে ১৫ শতাংশ লভ্যাংশের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিংয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীরা ১৬ শতাংশ নগদ লভ্যাংশের পরিবর্তে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। বৃহস্পতিবার ২ জুন কোম্পানিটির এজিএমে বিনিয়োগকারীরা এই লভ্যাংশ অনুমোদন করে।

কোম্পনিটি এর আগে পর্ষদ সভায় ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

কোম্পানীর চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর ভাইস-চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরী, কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও কোম্পানী সেক্রেটারী মোঃ সরোয়ার কামাল,পরিচালকবৃন্দ, উদ্যোগক্তাগণ, উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগকারীরা এ লভ্যাংশ অনুমোদন করেছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.