আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ জুন ২০২২, রবিবার |

kidarkar

প্রথম ফ্লাইটে যেতে পারেননি ৫ হজযাত্রী

শেয়ারবাজার ডেস্ক:৪১০ হজযাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট। তবে এই ফ্লাইটে যেতে পারেননি পাঁচজন।

রোববার (৫ জুন) রাজধানীর আশকোনার হজক্যাম্প পরিদর্শনে এসে একথা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

তিনি বলেন, এই পাঁচ যাত্রীর মধ্যে একজনের করোনা পজেটিভ হয়েছে। আর তিনজন আসেননি। আরেকজনের সমস্যা হয়েছে কাগজে।

তবে কী ধরনের সমস্যা হয়েছে বা বাকিরা কেন আসেননি তা জানাননি ধর্ম প্রতিমন্ত্রী।

তিনি বলেন, অন্যান্য বছর সময় বেশি লাগতো। আমরা এবার মাত্র ১২ দিন সময় পেয়েছি ও কাজ করতে সক্ষম হয়েছি।

হজযাত্রী নিয়ে সরকারিভাবে ৬৫টি ফ্লাইট সৌদি আরব যাবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

তিনি বলেন, সরকারিভাবে ৬৫টি ফ্লাইট যাবে। আবার ৬৫টি ফ্লাইট ফেরত আনবে যাত্রীদের। আগামী ১৪ জুলাই থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ৫৭ হাজার ৫৮৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.