আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ জুন ২০২২, বৃহস্পতিবার |

kidarkar

তালিকাভুক্ত কোম্পানির কর কমছে

শেয়ারবাজার রিপোর্ট:দেশের পুঁজিবাজারে গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে শর্তসাপেক্ষে তালিকাভুক্ত কোম্পানির আয়করের (Corporate Tax) হার কমানোর প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে আগামী ২০২২-২৩ অর্থবছরের ঘোষিত বাজেটে কর কমানোর এই প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

প্রস্তাব অনুসারে, তালিকাভুক্ত যেসব কোম্পানি তার পরিশোধিত মূলধনের কমপক্ষে ১০ শতাংশ পুঁজিবাজার থেকে সংগ্রহ করেছে সেসব কোম্পানিকে ২০ শতাংশ হারে কর দিতে হবে। বর্তমানে এই করের হার ২২ দশমিক ৫০ শতাংশ। কোনো কোম্পানি ন্যুনতম ১০ শতাংশ শেয়ার ইস্যুর শর্ত পরিপালনে ব্যর্থ হলে ওই কোম্পানিকে বর্তমান হারেই অর্থাৎ ২২ দশমিক ৫০ শতাংশ হারে কর দিতে হবে।

অন্যদিকে তালিকাভুক্ত যেসব কোম্পানি তাদের মোট ইস্যুকৃত শেয়ারের ১০ শতাংশের কম প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে ছেড়েছে সেসব কোম্পানিকে আগামী অর্থবছরেও ২২ দশমিক ৫ শতাংশ হারে কর দিতে হবে। আর শর্ত পরিপালনে ব্যর্থ হলে কর দিতে হবে ২৫ শতাংশ হারে।

তালিকাভুক্ত কোম্পানির করহার হ্রাস পেলে কোম্পানিগুলোর নীট মুনাফা বাড়বে। তাতে ভাল কোম্পানিগুলো বাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী হবে। অন্যদিকে কর কমার কারণে নিট মুনাফা বাড়বে বলে কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণার সক্ষমতাও বাড়বে। তাতে পুঁজিবাজারের বিনিয়োগকারীরাও লাভবান হবেন।

একনজরে তালিকাভুক্ত কোম্পানির কর হারের প্রস্তাব-

বিবরণ বিদ্যমান 

২০২১-২০২২ অর্থবছর

প্রস্তাবিত 

২০২২-২০২৩ অর্থবছর

* শর্ত পরিপালনের ব্যর্থতায় প্রস্তাবিত করহার
পাবলিকলি ট্রেডেড কোম্পানি যাদের পরিশোধিত মূলধনের ১০ শতাংশের অধিক শেয়ার IPO (Initial Public Offering) এর মাধ্যমে হস্তান্তরিত হয়েছে ২২.৫% ২০% ২২.৫%
পাবলিকলি ট্রেডেড কোম্পানি যাদের পরিশোধিত মূলধনের ১০ শতাংশ বা ১০ শতাংশের কম শেয়ার IPO (Initial Public Offering) এর মাধ্যমে হস্তান্তরিত হয়েছে ২২.৫% ২২.৫% ২৫%
পাবলিকলি ট্রেডেড নয় এরূপ কোম্পানি ৩০% ২৭.৫% ৩০%
এক ব্যক্তি কোম্পানি ২৫% ২২.৫% ২৫%
পাবলিকলি ট্রেডেড-ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান (মার্চেন্ট ব্যাংক ব্যতীত) ৩৭.৫% ৩৭.৫% শর্ত প্রযোজ্য নয়
পাবলিকলি ট্ট্রেডেড নয় এরূপ-ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান ৪০% ৪০% শর্ত প্রযোজ্য নয়
মার্চেন্ট ব্যাংক ৩৭.৫% ৩৭.৫% শর্ত প্রযোজ্য নয়
সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানি ৪৫% 

(+) ২.৫ % সারচার্জ

৪৫% 

(+) ২.৫ % সারচার্জ

শর্ত প্রযোজ্য নয়
পাবলিকলি ট্রেডেড মোবাইল ফোন কোম্পানি ৪০% ৪০% শর্ত প্রযোজ্য নয়

 

১ টি মতামত “তালিকাভুক্ত কোম্পানির কর কমছে”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.