শেয়ারবাজার রিপোর্ট:পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মালেক স্পিনিংয়ের সহযোগী কোম্পানি সালেক টেক্সটাইলের বীমা দাবি পুনরুদ্ধার করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ২১ কোটি ১২ লাখ ৮৮ হাজার ১০৪ টাকা বীমা দাবি পুনরুদ্ধার করেছে। কোম্পানিটির অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পর ফেব্রিক ইউনিটের জন্য বীমা দাবি ছিল ৩০ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ১৮৭ টাকা।
কোম্পানিটি আরও জানায়, উল্লেখিত অর্থ মেয়দী ঋণ পরিশোধের কাজে ব্যবহার হবে।
শেয়ারবাজার নিউজ/খা.হা.
১ টি মতামত “মালেক স্পিনিংয়ের সহযোগীর বীমা দাবি পুনরুদ্ধার”