শেয়ারবাজার রিপোর্ট:পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিপেপার প্রোসেসিং লিমিটেডের কর্পোরেট পরিচালক মাগুরা গ্রুপ লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।এই কর্পোরেট পরিচালক কোম্পানির ১ লাখ শেয়ার বেচবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে,মাগুরা গ্রুপ কাছে কোম্পানির ৯ লাখ ২১ হাজার ৩০৬ টি শেয়ার আছে ।
এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বেচতে পারবে।
শেয়ারবাজার নিউজ/খা.হা.
১ টি মতামত “শেয়ার বেচবে পেপার প্রোসেসিং‘র কর্পোরেট পরিচালক”