কমার্শিয়াল অটোমোটিভ শো’তে অংশগ্রহণ এসিআই মটরসের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২২-এ ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল নিয়ে অংশগ্রহণ করছে এসিআই‘র অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মটরস। ২৩-২৫ জুন রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই শোটি অনুষ্ঠিত হয়।
এসিআই মটরস মেলাতে প্রদর্শন করেছে ফোটন এর বিভিন্ন কমার্শিয়াল ভেহিক্যাল, যার মধ্যে রয়েছে ১ টন টিএম, ১.২ টন টিএম প্লাস, ১.৫ টন, ৩.৫ টন পিক আপ, অ্যাম্বুলেন্স এবং মিনিবাস।
ফোটন সমগ্র বিশ্বের ১০০টিরও অধিক দেশে ইতোমধ্যে ১ কোটির বেশি কমার্শিয়াল ভেহিক্যাল বিক্রি করেছে। এসিআই মটরস, কৃষি যন্ত্রপাতি, কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, মোটরসাইকেল ব্যবসায় বিক্রয়োত্তর সেবা এবং গ্রাহক সন্তুষ্টিতে দেশের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান। ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল এর ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি সর্বাধিক গ্রাহক সন্তুষ্টি অর্জনে বদ্ধপরিকর।
১ টি মতামত “কমার্শিয়াল অটোমোটিভ শো’তে অংশগ্রহণ এসিআই মটরসের”