‘শী’র সদস্যরা ইউসিবিতে সহজেই খুলতে পারবে অ্যাকাউন্ট
নিজস্ব প্রতিবেদক: এফ-কমার্স ভিত্তিক নারী সংস্থা “শী” এর সাথে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর আওতায় ‘শী’র সদস্যরা ইউসিবিতে সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবে। এছাড়া ইউসিবি’র নিয়মিত এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সুবিধাও পাবেন।
সম্প্রতিইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহ আলম ভূঁইয়া এবং শী- এর প্রতিষ্ঠাতা প্রমি দে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন। শী’র ২,৫০,০০০ এর বেশী সদস্য রয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউসিবি এস এম ই বিভাগের প্রধান ও এসভিপি মোঃ মহসিনুর রহমান, ইউসিবি’র অন্যান্য শাখা প্রধানবৃন্দ এবং শী’র মুখপাত্র জয়ন্ত সেন গুপ্ত।