আজ: মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ইং, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ জুলাই ২০২২, শনিবার |

kidarkar

ভারতের মণিপুরে ভূমিধসে নিহত বেড়ে ৮১

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের মণিপুর রাজ্যে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। ধ্বংসস্তূপে এখনো আটকা পড়ে আছেন আরও ৫৫ জন। রাজ্যের ইতিহাসে এটি ‘সবচেয়ে খারাপ ঘটনা’ বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ।

উদ্ধারকাজ সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। তিনি বলেন, ‘৮১ জনকে আমরা হারিয়েছি। যাদের মধ্যে ১৮ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান। প্রায় ৫৫ জন এখনও ধ্বংসস্তূপে আটকা রয়েছেন।’

উদ্ধারকাজ চালাতে কেন্দ্রীয় সরকার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের পাঠিয়েছে ঘটনাস্থলে।

ভারতীয় সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, ‘টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের দেহ সসম্মানে তাদের বাড়িতে পাঠানো হচ্ছে। এখনও ১৫ জন জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রয়েছেন ২৯ জন বাসিন্দাও। উদ্ধারকাজ চালানো হচ্ছে।’

বৃহস্পতিবার (৩০ জুন) টুপুল রেল স্টেশনের কাছে ভূমিধসের ঘটনা ঘটে। সেখানে ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্প ছিল।

এদিকে, ঘটনার পর খোঁজ খবর জানতে মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

সূত্র: ইন্ডিয়া ডট কম, আনন্দবাজার

 

শেয়ারবাজার নিউজ/খা.হা.

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.