আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ জুলাই ২০২২, মঙ্গলবার |

kidarkar

পুরুষদের সমান ফি পাবেন নিউজিল্যান্ডের নারী ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক:ম্যাচ ফি’র ক্ষেত্রে সমতা বাস্তবায়ন করলো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেসি)। যার সুবাদে আগামী পাঁচ বছরের নতুন চুক্তিতে সমান ম্যাচ ফি পাবেন নিউজিল্যান্ড পুরুষ ও নারী ক্রিকেটাররা।

এনজেসি, নিউজিল্যান্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ও ছয়টি মেজর অ্যাসোসিয়েশনের মধ্যে এই চুক্তি হয়েছে। এটিই প্রথমবারের মতো পুরুষ ও নারীদের পেশাদার ক্রিকেটে সমান ম্যাচ ফি দেওয়ার ঘটনা।

এখন থেকে প্রতি ওয়ানডেতে ৪ হাজার নিউজিল্যান্ড ডলার এবং টি-টোয়েন্টিতে ২৫০০ নিউজিল্যান্ড ডলার এবং টেস্টে ১০২৫০ নিউজিল্যান্ড ডলার পাবেন ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটে ফোর্ড ট্রফিতে ৮০০ এবং সুপার স্ম্যাশে থাকছে ৫৭৫ নিউজিল্যান্ড ডলার করে।

এই নতুন চুক্তিতে সর্বোচ্চ পর্যায়ের নিউজিল্যান্ডের নারী ক্রিকেটাররা এক বছরে ১ লাখ ৬৩ হাজার ২শ ৪৬ নিউজিল্যান্ড ডলার আয় করতে পারবেন। যা আগে ছিল ৮৩ হাজার ৪শ ৩২ নিউজিল্যান্ড। এছাড়া ১৪ র‍্যাংকে থাকা ক্রিকেটারের বাৎসরিক ম্যাচ ফি হবে ১ লাখ ৪২ হাজার ৩শ ৪৬ ডলার (আগে ছিল ৬২৮৩৩)।

ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ র‍্যাংকের খেলোয়াড় এখন থেকে বছরে ম্যাচ ফি পাবেন সর্বোচ্চ ১৯ হাজার ১শ ৪৬ নিউজিল্যান্ড ডলার। যা আগে ছিল ৩৪২৩ ডলার। এছাড়া ষষ্ঠ র‍্যাংকের ক্রিকেটার ১৮৬৪৬ এবং ১২তম র‍্যাংকের ক্রিকেটার পাবেন ১৮১৪৬ ডলার।

পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারের সংখ্যা ৫৪ থেকে বাড়িয়ে ৭২ করা হয়েছে। নতুন করে উত্তর বনাম দক্ষিণ সিরিজ শুরুর পরিকল্পনাও নেওয়া হয়েছে। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই নতুন চুক্তি।

 

শেয়ারবাজার নিউজ/খা.হা.

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.