ঈদের ছুটিতে চার দিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ
শেয়ারবাজার রিপোর্ট:সাপ্তাহিক ও ঈদুল আযহার ছুটিসহ মোট চার দিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার থেকে যথারীতি পুঁজিবাজারের লেনদেন চলবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিএসইসির এই নির্বাহী পরিচালক বলেন, ঈদের আগে আজ বৃহস্পতিবার শেষ কর্মদিবস। আগামীকাল (শুক্রবার) সাপ্তাহিক ছুটি, তার পরদিন শনিবারও ছুটি। এর পরদিন রোববার কোরবানির ঈদ উপলক্ষে রোববার ও সোমবার দুদিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।
মোহাম্মদ রেজাউল করিম বলেন, ঈদ উপলক্ষে সরকারি ছুটির পর মঙ্গলবার (১২ জুলাই) থেকে ব্যাংকের লেনদেন শুরু। ফলে ওইদিন থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।