মেক্সিকোয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক:মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়ায় নৌবাহিনীর একটি হেলিক্প্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ জুলাই) এ দুর্ঘটনা ঘটে বলে নৌবাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে মার্কিনভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
খবরে বলা হয়েছে, একটি ব্ল্যাক হক হেলিকপ্টার লস মচিসের উপকূলীয় শহরে দুর্ঘটনায় পড়ে। তবে কী কারণে প্লেনটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে বিবৃতিতে কিছু জানায়নি নৌবাহিনী।
বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ১৫ জন আরোহী ছিলেন। এর মধ্যে ১৪ জন মারা গেছেন। বাকি একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে এই ঘটনার সঙ্গে গ্রেপ্তার করা মাদক সম্রাট রাফায়েল কারো কুইন্তেরোর কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে কোনো তথ্য নেই নৌবাহিনীর কাছে। এছাড়া হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া ও এর আরোহীদের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি নৌবাহিনী।
এর আগে শুক্রবার নৌবাহিনী দুর্ধর্ষ মাদক সম্রাট রাফায়েল কারো কুইন্তেরোকে গ্রেপ্তার করে। প্রায় এক দশক আগে মেক্সিকোর কারাগার থেকে পালিয়ে গিয়ে ফের মাদক কারবারে জড়িয়ে পড়ে সে। ১৯৮৫ সালে মাদকবিরোধী মার্কিন এক এজেন্টকে নির্যাতন করে হত্যায় অভিযুক্ত রাফায়েল।
শেয়ারবাজার নিউজ/খা.হা.