বিনিয়োগ আকৃষ্ঠ করতে সেমিনার করবে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক : নেশন ব্র্যান্ডিং: বিশ্বব্যাপী নতুন প্রতিভা ও বিনিয়োগ আকর্ষণ” শীর্ষক একটি সেমিনার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি, ব্লুমবার্গ এলপি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে অংশীদারিত্বে এমন আয়োজন করা হয়েছে বলে বিএসইসি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার ২৫ জুলাই সন্ধ্যা ৭ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হবে।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্র সচিব ড. মাসুদ বিন মোমেন। এছাড়া বিভিন্ন মন্ত্রনালয়ের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, নিয়ন্ত্রক সংস্থা, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবন্দসহ অনেকেই উপস্থিত থাকবেন।
সেমিনারে অ্যান্ড্রু বগস, আঞ্চলিক কৌশল লিড, ব্লুমবার্গ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।