এক মাসের বিদ্যুৎ বিল ৪০৫৯ কোটি টাকা, হাসপাতালে ভর্তি গ্রাহক
আন্তর্জাতিক ডেস্ক:গৃহস্থালি পর্যায়ে এক মাসের বিদ্যুৎ বিল আর কতই বা হতে পারে! বড়জোর এক হাজার থেকে ১০ হাজার। কিন্তু হঠাৎ যদি কোনো মাসে দেখেন, বিল এসেছে চার হাজার কোটি টাকার বেশি, তাহলে চমকে ওঠাই স্বাভাবিক। আর সেটাই হয়েছে ভারতের এক বৃদ্ধের। বিদ্যুৎ অফিসের ভুলে প্রচণ্ড মানসিক ধাক্কার জেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। খবর পিটিআইয়ের।
মধ্য প্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা প্রিয়াঙ্কা গুপ্তর বাড়িতে গত জুন মাসের বৈদ্যুতিক বিল এসেছিল ৩ হাজার ৪১৯ কোটি রুপি। আর তা দেখেই অসুস্থ হয়ে পড়েন প্রিয়াঙ্কার শ্বশুর।
প্রিয়াঙ্কার স্বামী সঞ্জীব কাঙ্কনে বলেছেন, বিশাল অংকের বিদ্যুৎ বিল দেখে তার বাবা অসুস্থ হয়ে পড়েন, যার জন্য তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
তিনি জানান, গত ২০ জুলাই তাদের ৩ হাজার ৪১৯ কোটি রুপির বিদ্যুৎ বিল ইস্যু করা হয়েছিল। এরপর তা মধ্য প্রদেশ মধ্য ক্ষেত্র বিদ্যুৎ বিতরণ কোম্পানির (এমপিএমকেভিভিসি) পোর্টালে ক্রস-ভেরিফায়েড হলে সেখানেও সঠিক দেখানো হয়। তবে পরে সংশোধন তা করা হয়েছে।
এমপিএমকেভিভিসি মহাব্যবস্থাপক নিতিন মাঙ্গলিক এর জন্য ‘মনুষ্য ভুল’কে দায়ী করেছেন এবং জড়িত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, এক কর্মচারী সফটওয়্যারটিতে ব্যবহৃত ইউনিটের জায়গায় গ্রাহক নম্বর প্রবেশ করান, যার কারণে মোটা অংকের বিল হয়। এটি সংশোধন করে গ্রাহককে ১ হাজার ৩০০ রুপির বিল দেওয়া হয়েছে।
মধ্য প্রদেশের জ্বালানি মন্ত্রী প্রদ্যুমন সিং তোমর সাংবাদিকদের বলেছেন, ত্রুটি সংশোধন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: এনডিটিভি
শেয়ারবাজার নিউজ/খা.হা.