বিনিয়োগকারীদের হতাশ করলো ফার্স্ট ফাইন্যান্স
শেয়ারবাজার ডেস্ক: ৩১ ডিসেম্ভর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্যে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। কোম্পানি সুত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৮.৪৭ টাকা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছিল ৪.৩১ টাকা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মুল্য (এনএভি) হয়েছে ১৪.৩২ টাকা নেগেটিভ। গত বছর একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ৪.২৩ টাকা।
এছাড়া, শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.২৩ টাকা।গত বছর একই সময়ে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৯৯ টাকা নেগেটিভ।
আগামী ২২ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ আগস্ট।