আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ জুলাই ২০২২, বৃহস্পতিবার |

kidarkar

বড় পতন সূচক পয়েন্ট ৬ হাজারের নিচে

শেয়ারবাজার রিপোর্ট:তীব্র দরপতনে পুঁজিবাজারে মূল্য সূচক প্রতিদিনই তার সর্বোচ্চ অবস্থান হারাচ্ছে। আজ বৃহস্পতিবারও পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট কমে ৫ হাজার ৯৮০ পয়েন্টে অবস্থান করছে। যা গত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান সূচকটির।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৪.২৪ পয়েন্ট বা ৫৭.৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৮০.৫১ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি এক বছর এক দিন বা ২৬১ কার্যদিবস পর ছয় হাজার পয়েন্টের নিচে বা পাঁচ হাজার পয়েন্টের ঘরে নেমে গেছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১.৬৪ পয়েন্ট বা ০.৮৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৭.৬০ পয়েন্ট বা ০.৮১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩০৮.২০ পয়েন্টে এবং দুই হাজার ১৪৫.২৫ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৪১ কোটি ৭৭ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ৩৩৬ কোটি ৬৬ টাকা কম। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল ৭৭৮ কোটি ৪৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির বা ৫.৫৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩৩৩টির বা ৮৭.৬৩ শতাংশের এবং ২২টির বা ৫.৭৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২০৪.০৪ পয়েন্ট বা ১.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৯৭.৫৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭টির কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দর। আজ সিএসইতে ১১ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

শেয়ারবাজার নিউজ/খা.হা.

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.