আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ জানুয়ারী ২০১৫, শনিবার |

kidarkar

গেইনারের শীর্ষে ৩য় আইসিবি ফান্ড

mfশেয়ারবাজার ডেস্ক: সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারের শীর্ষে রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩য় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড। সাপ্তাহিক ব্যবধানে এ ইউনিটের দর বেড়েছে ৬.১৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহজুড়ে এ ফান্ডটি লেনদেন করেছে ১ লাখ ৬৩ হাজার টাকা। আর দৈনিক গড়ে লেনদেন করেছে ৩২ হাজার ৬০০ টাকা।

১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ৩য় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের পরিশোধিত মূলধণ রয়েছে ১ কোটি টাকা। এ ফান্ডটির মোট ১০ লাখ ইউনিট রয়েছে। গত একমাসে এ ফান্ডটির ইউনিট বাড়েছে ২০ টাকা।

সাপ্তাহিক টপটেন গেইনারের তালিকায় থাকা বাকি কোম্পানিগুলো হলো: শাহজিবাজার পাওয়ার, এনসিসিবিএল ফান্ড-ওয়ান, এবি ব্যাংক ফার্স্ট ফান্ড, ব্র্যাক ব্যাংক, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড, আইএফআইএল ইসলামিক ফান্ড-ওয়ান, ইস্টার্ণ ব্যাংক, আইসিবি এএমসিএল ২য় ফান্ড এবং ঢাকা ব্যাংক।

 

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.