আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার |

kidarkar

আমাদের দলীয় লক্ষ্য এক সময় ৩৫০ রান করতে চাই: তামিম

স্পোর্টস ডেস্ক: গত কয়েক বছরে অনেক বদলে গেছে ওয়ানডে ক্রিকেট। এখন যেকোনো ভালো উইকেটে প্রায় নিয়মিত ৩৫০-৩৬০ রানের দেখা মেলে। এমনকি স্পোর্টিং উইকেটেও হরহামেশা ৩০০ ছাড়ানো স্কোর দাঁড় করায় বড় দলগুলো। সেদিক থেকে বেশ পিছিয়ে বাংলাদেশ দল।

২০১৮ সাল থেকে হিসেব করলে ওয়ানডে ক্রিকেটে ৩০০ ছাড়ানো স্কোরের দেখা মিলেছে ১৭০ বার। এর মধ্যে ৩৩ বার দলগুলো ৩৫০-র বেশি রান করেছে। কিন্তু সে তালিকায় নেই বাংলাদেশের নাম। আয়ারল্যান্ড-স্কটল্যান্ড পর্যন্ত একবার করে ৩৫০ রান করেছে এই সময়ে।

বাংলাদেশ সর্বোচ্চ করতে পেরেছে ৩৩৩ রান। যা ওয়ানডে ইতিহাসেই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ওয়ানডেতে সাফল্য পাওয়ার জন্য বড় সংগ্রহের বিকল্প নেই। যা জানেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও।

তাই তো ওয়ানডেতে ৩৫০ রান করা নিজেদের লক্ষ্য হিসেবে ঠিক করে রেখেছেন তামিম। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘এটি আমাদের দলীয় লক্ষ্য- আমরা ৩৫০ রান করতে চাই। আমাদের মাথায় আছে। কোনো এক সময় ৩৫০ রান করতে চাই যা আমরা কখনও করিনি।’

তিনি আরও বলেন, ‘এটা বলছি না পরের ম্যাচেই ৩৫০ রান করে ফেলবো। তবে আমাদের এই লক্ষ্য আছে। বিশ্বকাপের কথা যদি ভাবি, ভারতে গড়ে ম্যাচপ্রতি ৩০০ রান হবে। খেলাটা বদলে যাচ্ছে। কিছু ভেন্যুতে ২৬০-২৭০ রান করে জেতা যায়। বেশিরভাগ ভেন্যুতেই আরও রান করতে হয়। এই জিনিসটা নিয়ে আমরা বেশ সতর্ক।’

এসময় ওয়ানডের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা জানিয়ে তামিম বলেন, ‘এই ফরম্যাট আমি ভালোবাসি। আমাদের দেশের ১৬ কোটি মানুষের প্রত্যেকেই এই ফরম্যাট ভালোবাসে। সবার নিজস্ব মতামত থাকতে পারে। আমি মনে করি এটা দারুণ একটা ফরম্যাট।’

 

শেয়ারবাজার নিউজ/খা.হা.

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.