পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজার রিপোর্ট:পুঁজিবাজারে তালিকাভুক্ত পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য এই ফান্ডের ইউনিটহোল্ডারদের ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে,সর্বশেষ তথা ২০২১-২২ হিসাববছরে রিয়ালাইজড গেইনের ভিত্তিতে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫৫ পয়সা। আগের বছর ইপিইউ ছিল ২ টাকা ০৪ পয়সা।
৩০ জুন, ২০২২ তারিখে বাজার মূল্যে ফান্ডটির প্রতি ইউনিটের সম্পদ মূল্য (এনএভি) ছিল ১০ টাকা ৯৭ পয়সা।
ফান্ডের লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর।
শেয়ারবাজার নিউজ/খা.হা.