সূচকের বড় উত্থান বেড়েছে লেনদেনও
শেয়ারবাজার রিপোর্ট:ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইতে ১ হাজার ৩৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৯০ কোটি ১৯ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৬৪৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬১ পয়েন্টে।ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১৩ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৭টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৪৫ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১৮ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার নিউজ/খা.হা.