মার্কেন্টাইল ব্যাংকের ‘ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রোড শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর
নিজস্ব প্রতিবেদক : মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রোড শাখা’ নতুন ঠিকানায় স্থান্তরিত হয়ে গত ১৪ ই আগস্ট রোববার থেকে কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. আমানউল্লাহ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন ঠিকানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রোড শাখায় কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবার্হী মোঃ কামরুল ইসলাম চৌধুরী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ব্যাংকের পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম এ খান বেলাল এবং সাবেক সংসদ সদস্য সিরাজ উদ্দিন আহমেদ।আরও বক্তব্য দেন ব্যাংকের ভিপি ও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রোড শাখার প্রধান আল মনসুর।
গত ১৪ ই আগস্ট শাখা হস্তান্তর অনুষ্ঠানে ব্যাংকের এমডি মতিউল হাসান, ডিএমডি বৃন্দ আদিল রায়হান,শামীম আহমেদ, হাসনে আলম, মোঃ মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল, এসইভিপি শাহ মোঃ সোহেল খোরশীদ,সেক্রেটারি আবু আজগার জি, হারনীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী,কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।