চবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ২ হাজার ২৬৪ জন। শতকরা হিসেবে যা ২৪.৫৫ শতাংশ। আর ফেল করেছেন ৬ হাজার ৯৫৮ জন যা শতকরা হিসেবে ৭৪.৫৫ শতাংশ।
শনিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশ করা হয়।
ব্যবসায় অনুষদের ডিন ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক মো. হেলাল উদ্দিন নেজামী বলেন, আজ দুপুরে ফলাফল প্রকাশিত হয়। প্রাথমিকভাবে ‘সি’ ইউনিটে পাসের হার ২৪.৫৫ শতাংশ। ফলাফল প্রদানে যেন কোনো রকম ত্রুটি না থাকে, সেদিকে আমরা যথেষ্ট খেয়াল রেখেছি। আলহামদুলিল্লাহ, এবারের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কোনো রকম জালিয়াতি বা প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি।
এর আগে গতকাল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১১ হাজার ৬০ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নিয়েছিলেন ৯ হাজার ২২৩ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৩.৪০ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮৩৭ জন। যা শতকরা হিসেবে ১৭.৬০ শতাংশ।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ আগস্ট) চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ও বিকেল দুই শিফটে ৫৪ হাজার ১০৬ জনের মধ্যে মোট পরীক্ষা দিয়েছেন ৩৩ হাজার ১৪৯ জন ভর্তিচ্ছু।
এছাড়া ২২ আগস্ট (সোমবার) ‘ডি’ ইউনিট এবং ২৪ আগস্ট (বুধবার) ‘বি১’ও ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।