বিমানবন্দর থেকে সোজা মিরপুরে সাকিবদের নতুন ‘কোচ’
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে চলে এসেছেন জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন টেকনিক্যাল কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরাম। রোববার দুপুর ২টা নাগাদ রাজধানীর হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন তিনি।
ঢাকায় নেমে সরাসরি দেশের হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছেন শ্রীরাম। যেখানে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলছেন এশিয়া কাপের দলে থাকা খেলোয়াড়রা।
শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতিতে শ্রীরামকে বাংলাদেশ দলের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। দুই দিনের মধ্যেই বাংলাদেশে চলে এলেন শ্রীরাম। আসন্ন এশিয়া কাপ দিয়েই কাজ শুরু করবেন তিনি।
এদিকে আজ দুপুর দেড়টা থেকে লাল দল ও সবুজ দলে ভাগ হয়েছে প্রস্তুতি ম্যাচ খেলছেন সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুবরা। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৫ রান করেছে সাকিব আল হাসানের লাল দল।
প্রথমবার ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি সাকিব। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৩৮ রান করেন তিনি। মোসাদ্দেক হোসেন সৈকত অপরাজিত থাকেন ২৯ রান করেন। দুইবার মিলিয়ে ২৩ রান করেন এনামুল হক বিজয়।
নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচ হওয়ায় মূলত যাদের প্রয়োজন তাদেরকে দুইবার করে ব্যাটিং করানো হচ্ছে। যাতে করে নিজের ভুলত্রুটিগুলো শুধরে নিতে পারেন তারা। সোমবার একই সময়ে হবে আরেক ম্যাচ।