ডলার বেচাকেনায় আবেদন করেছে ২৩ ব্যাংকের ৬৬৬ শাখা
২৩টি বাণিজ্যিক ব্যাংকের ৬৬৬টি শাখা ডলার বেচাকেনায় আবেদন করেছে বাংলাদেশ ব্যাংকে। দেশে চলমান ডলার সংকট নিরসনে এর আগে গত ১১ আগস্ট বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলার (এডি) শাখা ছাড়াও অন্যান্য শাখায় ডলার কেনাবেচার জন্য ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম অর্থসূচককে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত ২৩ টি ব্যাংকের ৬৬৬টি শাখা এই সেবা চালু করার অনুমোদন চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে। বাংলাদেশ ব্যাংক সেগুলো যাচাই-বাছাই করে তারপর অনুমোদন দেবে।
জানা গেছে, মানিচেঞ্জার ব্যবসায়ীদের ওপর নির্ভরতা কমানো ও হুন্ডি প্রতিরোধে এবার সারাদেশে বাণিজ্যিক ব্যাংকের শাখায় নগদ বৈদেশিক মুদ্রা কেনাবেচার সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে বৈদেশিক লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলার ব্যাংকগুলোর (এডি) শাখা থেকেই কেবল নগদ ডলার কেনাবেচনার অনুমতি রয়েছে।