আজ: শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ইং, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ অগাস্ট ২০২২, সোমবার |

kidarkar

ডেল্টা লাইফের জটিলতার অবসান: চলতি বছরেই করতে হবে এজিএম

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স সাবেক পরিচালক ও উদ্যোক্তাদের সঙ্গে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সমঝোতা চুক্তি গ্রহণ করেছেন সুপ্রিম কোর্ট। ফলে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন বিষয়ে চলা দীর্ঘ দিনের জটিলতার অবসান হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আদালত ওই চুক্তি গ্রহণ করায় কোম্পানি সংক্রান্ত বিভিন্ন মামলা পর্যায়ক্রমে প্রত্যাহার হবে। এছাড়া চুক্তির শর্ত অনুযায়ী, চলতি বছরের মধ্যে কোম্পানিটির পরবর্তী বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করা হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই আইডিআরএ এবং ডেল্টা লাইফের সাবেক পরিচালক ও উদ্যোক্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে কিছু বিষয়ে সমঝোতা হয়। গঠন করা হয় কোম্পানির নতুন পরিচালনা পর্ষদ। ওই বৈঠকের সিদ্ধান্তগুলো নিয়ে গত ১৭ আগ্ট উভয় পক্ষ একটি চুক্তি সই করে। সোমবার (২২ আগস্ট) আদালতে তা উপস্থাপন করা হলে আদালত তা গ্রহণ করেন।

২০২১ সালের ১১ ফেব্রুয়ারি ডেল্টা লাইফের বিরুদ্ধে বড় ধরণের আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রত্যাহার করে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আইডিআরএ’র সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে বিমা কোম্পানিটির প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে দেড় বছরে ৩ দফায় প্রশাসক পরিবর্তন করা হয়। বর্তমানে প্রশাসক হিসাবে দায়িত্বে আছেন আইডিআরএ-এর সাবেক সদস্য কুদ্দুস খান। অপরদিকে কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও কয়েকজন পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করে আইডিআরএ। তারাও আইডিআরএ’র সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন করেন।

কোম্পানিটির তৎকালীন পর্ষদের অভিযোগ, আইডিআরএ’র সাবেক চেয়ারম্যান ড. মোশাররফ হোসেনের প্রতিহিংসার শিকার হয়েছে কোম্পানিটি। ব্যক্তিগত স্বার্থে দুর্নীতির অভিযোগ তুলে তিনি পর্ষদ বাতিল করেছেন বলে দাবি করে ডেল্টা লাইফ।

আইডিআরএ-ডেল্টা লাইফের সাবেক পরিচালক ও উদ্যোক্তাদের সমঝোতা চুক্তিতে যা আছে:

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সাবেক পরিচালক ও উদ্যোক্তাদের সঙ্গে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সমঝোতা চুক্তি অনুযায়ী, উভয় পক্ষ তাদের দায়ের করা সব মামলা প্রত্যাহার করে নেবে। ডেল্টা লাইফ থেকে প্রশাসক প্রত্যাহার করে নেবে আইডিআরএ।

এছাড়াও কোম্পানির আর্থিক বিবরণী সংক্রান্ত তথ্য উদঘাটনে নতুন নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ করা হবে এবং ইতোপূর্বে নিরীক্ষণকৃত বিষয়াবলী শুনানী সাপেক্ষে নিষ্পত্তি করা হবে।

পরিচালনা পর্ষদ কোম্পানির এক বছরের ব্যবসায়িক কৌশলপত্র তৈরি করবে। পাশাপাশি এই কৌশলপত্র বাস্তবায়নের মাসিক প্রতিবেদন আইডিআরএর কাছে পাঠানো হবে।

নতুন পরিচালনা পর্ষদ দ্রুততম সময়ে দায়িত্ব গ্রহণ করবে। পরবর্তীতে বিমা আইন ও অন্যান্য বিধান অনুসরণ করে একজন দক্ষ ও যোগ্য প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা হবে কোম্পানিটিতে।

আগামী বছরের ৩০ জুন পর্যন্ত কোম্পানির পরিচালনা পর্ষদে অর্থমন্ত্রণালয় মনোনীত একজন পর্যবেক্ষক থাকবেন, যার পদ মর্যাদা হবে কমপক্ষে যুগ্ম সচিব।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.