শেয়ারবাজার রিপোর্ট : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ার বিক্রি নিয়ে সম্প্রতি সংবাদপত্রে একটি খবর প্রকাশ হয়। প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ডিএসইর প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে লাফার্জহোলসিম।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, “LafargeHolcim shares soar amid deal speculation”. সম্প্রতি এই শিরোনামে একটি পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। এই সংবাদের কোনো তথ্য কোম্পানির কাছে নেই।
কোম্পানিটি আরও জানায়, বাজারে গুজব ছড়াবে এমন কোনো মন্তব্য লাফার্জহোলসিম করে না।