আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার |

kidarkar

সাত মাস পর লেনদেন ছাড়াল ১৭’শ কোটি টাকা

শেয়ারবাজার রিপোর্ট : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৪ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে।ডিএসই লেনদেন সাত মাস পর প্রায় ৫৭ শতাংশ লেনদেন বেড়ে ১৭’শ কোটি টাকার ঘর অতিক্রম করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইতে ১ হাজার ৭৭৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সাত মাসে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে। এর আগে গত ১১ জানুয়ারি ডিএসইতে ১ হাজার ৯৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৬৪৩ কোটি ৭৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ১৩৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯০ পয়েন্টে।ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ২৬৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৪টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৩৯ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৩৬ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

১ টি মতামত “সাত মাস পর লেনদেন ছাড়াল ১৭’শ কোটি টাকা”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.