জনতা ব্যাংকে বিশেষ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে ব্যাংকের আমানত বৃদ্ধি এবং খেলাপী ঋণ আদায়ের লক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এমডি অ্যান্ড সিইও সকল ব্যবস্থাপকদের ব্যাংকের আমানত বৃদ্ধি ও খেলাপী ঋণ আদায়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
সভায় ব্যাংকের ডিএমডি মো. আব্দুল জব্বার, শেখ মো. জামিনুর রহমান, মো. কামরুল আহছান, সিএফও মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ’সহ বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক/উপ-মহাব্যবস্থাপকবৃন্দ ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।