বঙ্গবন্ধু’র সমাধিসৌধে ডিএসই’র শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক : আগস্ট মাস শোকের মাস৷ শোকাবহ আগস্টের স্মরণে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে৷ বিভিন্ন কর্মসূচীর অংশহিসেবে শনিবার (২৭ আগস্ট) ডিএসই’র চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমানের নেতৃত্বে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও আত্মার মাগফেরাত কামনা করেন৷ এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র পরিচালক অধ্যাপক মোঃ মাসুদুর রহমান, পিএইচডি, মোঃ মুনতাকিম আশরাফ, অধ্যাপক ড. এ. কে. এম. মাসুদ, মোঃ শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, মোঃ সিদ্দিকুর রহমান, শরীফ আনোয়ার হোসেন, প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহ, চীফ অব স্টাফ ও হেড অব এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট মোঃ ছামিউল ইসলাম, মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস।