৪৩তম বিসিএসের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা শুরু ৫ সেপ্টেম্বর
৪৩তম বিসিএসের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে। এ পরীক্ষা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ পরীক্ষার সূচি, কেন্দ্র, আসনব্যবস্থা ও নির্দেশনায় এসব তথ্য জানিয়েছে।
এর আগে ৪৩তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ২৪ জুলাই শেষ হয়।
গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ৪২ হাজার ৮৩২ জন চাকরিপ্রার্থী।
প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন তিন লাখ ২১ হাজার ৬৫০ প্রার্থী। পরীক্ষার ফল প্রকাশিত হয় গত ২০ জানুয়ারি। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ জন।