এস. এস. ষ্টীল লিমিটেড এর বিশেষ সাধারণ সভা -২০২২

নিজাস্ব প্রতিবেদক : এস. এস. ষ্টীল লিমিটেড এর বিশেষ-সাধারণ সভা ০৩রা সেপ্টেম্বর, ২০২২, রোজঃ শনিবার এবং ১৯ই ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব জাভেদ অপগেনহেফেন। এছাড়াও জনাব সাঈদ রেজারাজ আহম্মদ-মনোনীত পরিচালক জনাব সাদাদ রহমান-স্বতন্ত্র পরিচালক, জনাব মোঃ আবু জাফর-স্বতন্ত্র পরিচালক, চিফ ফিনান্সিয়াল অফিসার, জনাব মোঃ মোস্তাফিজুর রহমান-কোম্পানি সচিব সহ বিপুল সংখ্যক মূল্যবান শেয়ারহোল্ডার ডিজিটাল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে সভায় অংশ নেয়।
সভা পরিচালনা করেন-জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, কোম্পানি সচিব ।
সভায়, কোম্পানির শেয়ারহোল্ডাররা সর্বসম্মতভাবে অব্যবহৃত আইপিও আয়ের ব্যবহার পরিকল্পনার প্রস্তাবিত সংশোধন; বকেয়া সময় ঋণ/স্বল্প মেয়াদী ঋণ পরিশোধ সংক্রান্ত প্রস্তাব এবং আল-ফালাহ স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেডে ইক্যুইটি বিনিয়োগ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন প্রদান করেন।