বিএসসিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক আজম আলী
নিজস্ব প্রতিবেদ ক: বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মোঃ আজম আলী। যোগদানের পুর্বে তিনি বিটিসিএলে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (পিএন্ডডি) হিসেবে কর্মরত ছিলেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক প্রজ্ঞাপনমূলে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন তিনি।
মোঃ আজম আলী ১৯৯১ সালে বিসিএস ১০ম ব্যাচে টেলিযোগাযোগ ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে বিটিটিবি-তে (বর্তমানে বিটিসিএল) যোগদান করেন। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রী অর্জন করেন।
কর্মজীবনে তিনি চীন, ভারত, সিংগাপুর, মালয়েশিয়া, শ্রীলংকা, মালদ্বীপ, মিশর, তুরস্ক, আয়ারল্যান্ড প্রভৃতি দেশে প্রশিক্ষণ গ্রহণ ও সেমিনার/কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। তাঁর বর্ণময় কর্মজীবনে তিনি বিটিসিএল, টেলিযোগাযোগ অধিদপ্তর ও বিএসসিসিএলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সফলতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
তাছাড়া তিনি বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবল স্থাপন প্রকল্প (SMW-4) -এ বিভাগীয় প্রকৌশলী হিসেবেও নিযুক্ত ছিলেন।