সূচকের উত্থানে চলছে লেনদেন
শেয়ারবাজার রিপোর্ট : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩০৩ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৫৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৬ টির, দর কমেছে ৬০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৯ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩২৬ কোটি ৬২ লাখ ১৪ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৯৩৭পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১০৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২ টির, দর কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৫ কোটি ১১ লাখ ১৩ হাজার টাকা।