বাংলালিংক ডিজিটাল টেলিকমের সাথে জেনেক্স’র চুক্তি অনুমোদন
ডেস্ক রিপোর্ট : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে বাংলালিংক ডিজিটাল এর সাথে একটি চুক্তি অনুমোদন করেছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত পরিচালনা
পর্ষদের বৈঠকে বাংলালিংক’র সাথে নতুন এ চুক্তি ৫ বছরের জন্য অনুমোদন দেয়া হয়।
জেনেক্স ইনফোসিস লিমিটেডের চুক্তির আওতায় শীর্ষস্থানীয় টেলিকম প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংককে তাদের কার্যক্রম পরিচালনার জন্য সেবা প্রদান করবে।
চুক্তির আওতায় জেনেক্স ইনফোসিস লিমিটেড ৫ বছরের জন্য বাংলালিংককে সেবা প্রদান করবে। জেনেক্স ইনফোসিস লিমিটেড ২০১৭ সাল থেকে বাংলালিংককে সেবা দিয়ে আসছে।
এ প্রকল্প থেকে জেনেক্স ইনফোসিস লি: ১২ কোটি টাকা আয় করতে পারবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
জেনেক্স ইনফোসিস লিমিটেড ২০১২ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। এখন প্রতিষ্ঠানটির ছয়টি বিজনেস ইউনিট রয়েছে। বিপিও এবং আইটি সার্ভিসের পাশাপাশি, কন্টাক্ট সেন্টার, সিস্টেমস ইন্টিগ্রেশন এবং মেইন্টেনেন্স, ডিজিটাল ট্রান্সফরমেশন, রোবটিক প্রসেস অটোমেশন, ক্লাউড মাইগ্রেশন, সাইবার সিকিউরিটি সলিউশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল কন্টেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদি সেবা দিয়ে থাকে কোম্পানিটি। এর মধ্যে জেনেক্স অ্যাকাডেমিতে আমরা দক্ষ জনবল তৈরিতে কাজ করছে।
জেনেক্স ইনফোসিস মূলত বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে। ২৫টির বেশি বড় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের। এর মধ্যে রয়েছে স্থানীয় ও বিদেশি খ্যাতনামা কিছু প্রতিষ্ঠান।