সূচকের উত্থানে ১ ঘন্টায় লেনদেন ৬৭০ কোটি টাকার
শেয়ারবাজার রিপোর্ট : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৩৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৬৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৩ টির, দর কমেছে ৫৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৬৭০ কোটি ১১ লাখ ২৮ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১৬৭পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১৪৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩ টির, দর কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৭ কোটি ৯৫ লাখ ৫৪ হাজার টাকা।