বাংলাদেশ অর্থনীতি সমিতির শোক বার্তা
প্রখ্যাত অর্থনীতিবিদ ও ত ত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর মৃত্যুতে বাংলাদেশ অর্থনীতি সমিতি গভীর শোক প্রকাশ করছে।
তাঁর লেখালেখি এবং মানবপ্রগতিকামী সৃজনশীল কর্মকান্ডের স্মৃতি আমাদের কাছে ‘সামাজিক দায়বদ্ধতা’র প্রতীক হিসেবে চিরজাগরূক থাকবে। এই মৃত্যু বাহ্যিক সম্পর্কের ইতি টানলেও জীবনকালে পারস্পরিক সান্নিধ্য আত্মিক বন্ধনের যে অনুভূতি দিয়েছিল—তাঁর চিরবিদায়ে কখোনোই তা মলিন হবে না। মানবকল্যাণ ভাবনায় তাঁর সাথে বাংলাদেশ অর্থনীতি সমিতির আত্মিক বন্ধনবোধ সবসময় শক্তি ও প্রেরণার উৎস হয়ে থাকবে।
বাংলাদেশের অর্থনীতিবিদদের একমাত্র পেশাজীবী সংগঠন ‘বাংলাদেশ অর্থনীতি সমিতি’ ও তার পাঁচ হাজার সদস্যের নির্বাচিত প্রতিনিধি ‘কার্যনির্বাহক কমিটি’ মরহুম ড. আকবর আলী খান-এর পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।