আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ জুলাই ২০১৫, বুধবার |

kidarkar

৩ গুণ ইপিএস বেড়েছে প্রিমিয়ার লিজিংয়ের

premir leasing copyশেয়ারবাজার ডেস্ক: দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত (জানুয়ারি-জুন ১৫) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। প্রতিবেদন অনুযায়ী প্রায় তিন গুণ ইপিএস বেড়েছে কোম্পানিটির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে প্রমিয়ার লিজিংয়ের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে (Consolidated ) ০.১৪ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে (Consolidated ) ১২.২৪ টাকা এবং শেয়ার প্রতি কার্যকারী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে (এনওসিএফপিএস) (Consolidated ) ১১.৩৫ টাকা (নেগেটিভ)। যা আগের বছরে একই সময়ে ইপিএস ছিল (Consolidated ) ০.০৫ টাকা, এনওসিএফপিএস ছিল (Consolidated ) ১.২২ টাকা এবং ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে এনএভিপিএস ছিল (Consolidated ) ১১.৯০ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.০৯ টাকা।

গত তিন মাসে (এপ্রিল-জুন ১৫) এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে (Consolidated ) ০.০৯ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল (Consolidated ) ০.০২ টাকা।

 

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.