বিকাশ অ্যাপে এক জায়গায় সব অফার
নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের জন্য নির্বাচিত সব অফার এক জায়গায় খুঁজে পেতে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘মাই অফার’ আইকন। এর মাধ্যমে সহজেই উপভোগ করা যাবে নানা অফার।
অ্যাপের হোম স্ক্রিনের ‘মাই বিকাশ’ অংশের নতুন এই আইকনে ট্যাপ করার পর গ্রাহক তার জন্য দেওয়া আকর্ষণীয় অফারগুলোর তালিকা দেখতে পারবেন।
তালিকায় প্রতিটি অফারের বিস্তারিত এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ দেওয়া থাকবে। অফারগুলোর পাশে থাকা ‘গেট অফার’ বাটনে ট্যাপ করেই সরাসরি চলে যাওয়া যাবে পরবর্তী ধাপগুলোতে।
ফলে অল্প কয়েক ধাপেই গ্রাহকদের জন্য পছন্দের অফারগুলো নেওয়ার সুযোগ তৈরি হবে।
গ্রাহক চাইলে তার মোবাইল থেকে bka.sh/fbmyomyo এই লিংকে ক্লিক করে সরাসরি যেতে পারেন বিকাশ অ্যাপের ‘মাই অফার’ আইকনে।
মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকদের জন্য বিকাশ অ্যাপ ব্যবহার আরও আকর্ষণীয় এবং সময় ও খরচ সাশ্রয়ী করতে নতুন এই সংযোজন।