আজ: শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ইং, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার |

kidarkar

বিশ্বে করোনায় ১৩১০ জনের মৃত্যু, শনাক্ত সাড়ে ৪ লাখ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এসময়ে এক হাজার ৩১০ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন চার লাখ ৪৯ হাজার ৯৬৬ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু বেড়ে ৬৫ লাখ ২০ হাজার ৪৪৭ জন এবং সংক্রমণ বেড়ে পৌঁছেছে ৬১ কোটি ৪৭ লাখ ৮ হাজার ২৬৬ জনে।

এসময়ে করোনায় আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ছয় লাখ ৭৯ হাজার ৭৭৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৯ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৬৬২ জন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে আর দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। যুক্তরাষ্ট্রে এসময়ে ২৮৭ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৪৯২ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৬ হাজার ৩৪৩ জনের এবং মোট সংক্রমিত হয়েছেন ৯ কোটি ৭২ লাখ ৭০৬ জন।

জাপানে ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ৬৯৪ জন সংক্রমিত এবং মৃত্যু হয়েছে ১৫৭ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মারা গেছেন ৪২ হাজার ৭৯৪ জন এবং সংক্রমিত হয়েছেন ২ কোটি ২ লাখ ২১ হাজার ৬৮৬ জন।

করোনাভাইরাসের সংক্রমণের বৈশ্বিক তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৪৯ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৮৫০ জন। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৫৪ হাজার ৫৭৮ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ৫৬১ জন।

শনাক্তের দিক থেকে চতুর্থ এবং মৃত্যুর সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে আরও ১০৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ১০ হাজার ৯৫০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ৬ লাখ ৮৫ হাজার ৫৭ জন এবং সংক্রমিত ৩ কোটি ৪৫ লাখ ৯১ হাজার ৩৬২ জন।

রাশিয়ায় একদিনে শনাক্ত ৪৪ হাজার ৪৫ জন এবং মারা গেছেন ১০১ জন। এসময়ে জার্মানিতে ১০৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৫১ হাজার ২৯৯ জন।

ইতালিতে ২৪ ঘণ্টায় ৯৩ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ২৩ হাজার ১৫৮ জন। এসময়ে দক্ষিণ কোরিয়ায় ৩৫ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ৫৭ হাজার ৩০৯ জন।

একদিনে তাইওয়ানে ১৭ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৫১ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ১০ হাজার ৩২৯ জনের এবং সংক্রমিত হয়েছেন ৫৭ লাখ ৫৪ হাজার ৬৮৩ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মারা গেছেন ২৫ জন এবং শনাক্ত ১ হাজার ৮০১ জন; স্পেনে মারা গেছেন ৩৮ জন এবং শনাক্ত ১ হাজার ৬১৮ জন; ইরানে মৃত্যু ২২ জনের এবং শনাক্ত ৬১৮ জন; ইন্দোনেশিয়ায় মৃত্যু ২০ এবং শনাক্ত ২ হাজার ৮৯৬ জন; পোলান্ডে ২৮ জনের মৃত্যু এবং শনাক্ত ৭ হাজার ৮৭৬ জন; ফিলিপাইনে মারা গেছেন ৪০ জন এবং শনাক্ত ১ হাজার ৫৭৪ জন; নিউজিল্যান্ডে ১২ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ২ হাজার ১২ জন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.