কাশ্মিরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১১
ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) জম্মু ও কাশ্মিরের পুঞ্চের সাওজিয়ান এলাকায় একটি মিনিবাস দুর্ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।
কাশ্মিরের মান্ডি তহসিলদার শেহজাদ লতিফ জানিয়েছেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এএনআই বলছে, দুর্ঘটনাকবলিত মিনিবাসটি পুঞ্চের সাওজিয়ান থেকে মান্ডি যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে। দুর্ঘটনাস্থলে ভারতীয় সেনাবাহিনীর উদ্ধার অভিযান পরিচালনা করছে।