আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ জুলাই ২০১৫, বুধবার |

kidarkar

দ্বিগুন কমেছে মেঘনার লাইফ ফান্ড

megna_lifeশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিক (জানুয়ারি’১৫-জুন’১৫) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির লাইফ ফান্ডের পরিমাণ কমেছে ৩৭ কোটি ৫৭ লাখ ৯০ হাজার টাকা যা গত অর্থবছরের তুনলায় দ্বিগুনেরও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকা। যেখানে মোট লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ ১ হাজার ৩৭৩ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকা। গত অর্থবছরের একই সময়ে লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৭০ কোটি ১ লাখ ৮০ হাজার টাকা। যেখানে মোট লাইফ ফান্ডের পরিমাণ ১ হাজার ২৭৮ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকা।

এদিকে চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এ কোম্পানির লাইফ রেভিনিউয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ কোটি ৫১ লাখ ৪০ হাজার টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ৪৭ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা।

 

শেয়ারবাজারনিউজ/সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.