বাংলামোটরে আকিজ সিরামিক্সের আরও একটি এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সিরামিক টাইল্সের জগতে জনপ্রিয় ব্র্র্যান্ড আকিজ সিরামিক্সের আরও একটি এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন হয়েছে দেশের সর্ববৃহৎ টাইল্স মার্কেট বাংলামোটরে।
সোমবার রাজধানী ঢাকার বাংলামোটরের লিংক রোড এলাকায় আকিজ সিরামিক্সের বিজনেস অ্যাসোসিয়েট ‘ইয়াসির ট্রেড কর্পোরেশন’ এর এক্সক্লুসিভ শোরুমটি উদ্বোধন করেন আকিজ সিরামিক্সের ডিরেক্টর, সেলস এন্ড মার্কেটিং মোহাম্মদ খোরশেদ আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ সিরামিক্সের ডিজিএম, সেলস এন্ড মার্কেটিং মোহাম্মদ আশরাফুল হক, ‘ইয়াসির ট্রেড কর্পোরেশন’ এর স্বত্বাধিকারী মো. হাসান-উর-রশিদসহ আকিজ সিরামিক্স ও বাংলামোটর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনন্য সাইজ এবং অত্যাধুনিক সব ডিজাইনের টাইল্স প্রোডাক্ট ডিসপ্লে দিয়ে সাজানো এই শোরুমে গ্রাহকরা পাবেন সর্বোচ্চ সেবা।