আইএসও ২৭০০১:২০১৩ সার্টিফিকেট অর্জন করেছে প্রিমিয়ার ব্যাংক
নিজস্ব পপ্রতিবেদক : ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম (আইএসএমএস) বাস্তবায়নের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং মর্যাদাপূর্ণ আইএসও ২৭০০১: ২০১৩ সার্টিফিকেট অর্জন করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম. রিয়াজুল করিম (এফসিএমএ) -এর কাছে সফটয়্যার শপ লিমিটেড (এসএসএল)-এর গ্রুপ এডভাইজর আহমেদ কামাল খান চৌধুরী আইএসও ২৭০০১:২০১৩ সার্টিফিকেট হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী।
সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী; উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ; এসইভিপি এবং সিআরএম প্রধান এ.ওয়াই.এম. নাইমুল ইসলাম; এসইভিপি এবং সিসিও আনিসুল কবির; এসইভিপি ও কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ জামিল হোসাইন, সিএমএ; ইভিপি এবং আইটি প্রধান মো. মাসুকুর রহমান; ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন্স প্রধান মোঃ তারেক উদ্দিন; ইভিপি ও ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান শিবলী সাদেক; এসএভিপি এন্ড ইনচার্য, আইটি সিকিউরিটি এন্ড গভার্নেস খঃ গোলাম সরওয়ার; এসএসএল ওয়্যারলেসের পক্ষে ছিলেন ডিরেক্টর ও চিফ টেকনোলজি অফিসার শাহজাদা এম. রেদোয়ান; এজিএম অ্যান্ড হেড অব বিএফএস মহিউদ্দিন তৌফিকসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।