আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার |

kidarkar

বাঘিনীদের প্রশংসায় ভাসিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো ‘নারী সাফ চ্যাম্পিয়নশিপ’ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সোমবার (১৯ সেপ্টেস্বর) সন্ধ্যায় নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের স্বপ্ন ভঙ্গ করে অনন্য, ঐতিহাসিক এই বিজয় ছিনিয়ে আনে বাংলার বাঘিনীরা। পুরো টুর্নামেন্টেই তারা ছিল দুর্দান্ত, অপরাজিত। নারীদের হাত ধরে দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার গৌরবে মেতেছে গোটা বাংলাদেশ। লাল-সবুজের বিজয় নিশান উড়ছে প্রতিটি বাঙালির হৃদয়ে। গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম সবখানেই চলছে বিজয় বন্দনা। বিজয়ী নারী ফুটবল দলকে অভিনন্দন-শুভেচ্ছা-প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। এই দলে সামিল হয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ঐতিহাসিক এই বিজয়ে দলকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন বাঘিনীরা। আমাদের মেয়েরা ইতিহাস সৃষ্টি করেছে। এগিয়ে যাও।’

মেয়েদের এমন ইতিহাস গড়া শিরোপা জয়ে গর্বিত ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। তিনি লিখেছেন, ‘কুর্ণিশ নায়কেরা। আমরা আমাদের বাঘিনীদের নিয়ে গর্বিত।’

অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেছেন, ‘অভিনন্দন বাঘিনীরা’।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান একটি পোস্টার প্রকাশ করেছেন। যেখানে নারী ক্রিকেটারদের একটি পেইন্টিংয়ে লেখা আছে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক স্লোগান, ‘দাবায়ে রাখতে পারবা না।’

চিত্রনায়ক আরিফিন শুভ কথায়, ‘চ্যাম্পিয়নস! নেপালকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। অভিনন্দন চ্যাম্প।’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব শুভেচ্ছা জানিয়েছেন একটি ছবির মাধ্যমে। ক্যাপশনে লিখেছেন ‘অভিনন্দন’।

সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির যুক্তরাষ্ট্র থেকে দলকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘হোয়াট আ ভিক্টোরি! অভিনন্দন দল।’

নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ভাষ্যে, ‘আমি এবং আমার মেয়ে ঝিরঝিরে ব্রডকাস্টেও পুরা খেলা দেখেছি, হইচই করেছি, চিৎকার করেছি। আমি জানি না ও কিছু বুঝতে পারলো কিনা বা বড় হয়ে মনে থাকবে কিনা- বাংলাদেশের একটা বড় ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো সে। অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল দল। তোমরা সাফ চ্যাম্পিয়ন না হলেও আমাদের চোখে চ্যাম্পিয়নই থাকতা। সকল প্রকার মিসোজিনি, টীকা-টিপ্পনী, বাধা ডিঙিয়ে যে পথ তোমরা চলছো, তাতে তোমরা প্রতিদিনেরই চ্যাম্পিয়ন।’

জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ বলেছেন, ‘ভালোবাসা সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল টিম! এই প্রতিকূল সময়ে জয়টা ভীষণ প্রয়োজন ছিল। ভালোবাসা আবারও।’

অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেছেন, ‘অভিনন্দন বাঘিনী দল। আমাদের বাঘিনীদের সম্মানজনক সম্মানী দেওয়া হোক।’

এছাড়া শোবিজের আরও অনেকে সাবিনা-কৃষ্ণাদের এমন গর্বিত বিজয়ে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। একদিন এই নারীরা দেশের জন্য আরও বড় সম্মান বয়ে নিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শোবিজ তারকারা।

উল্লেখ্য, নারী সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বার ফাইনালে উঠেই স্বপ্নের ট্রফিটি জিতে নিয়েছে বাংলাদেশ। এর আগে তারা কখনো ভারত ও নেপালকে হারাতে পারেনি। এবার এতটাই দুর্দান্ত খেলেছে যে তাদেরকে প্রথম হারের স্বাদ দিয়েই জিতলো সেমি ফাইনাল ও ফাইনাল। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে স্বপ্নের ট্রফি হাতে দেশে ফিরবে বাংলার বাঘিনীরা।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.