আজ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ইং, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ সেপ্টেম্বর ২০২২, রবিবার |

kidarkar

এসবিএসি ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ‘‘অর্ধবার্ষিকী ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২২’’ অনুষ্ঠিত হয়। ( গত ২৪ সেপ্টেম্বর ২০২২)

এতে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের মাননীয় চেয়ারম্যান জনাব আবদুল কাদির মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যতম পরিচালক জনাব এ জেড এম শফিউদ্দিন, জনাব মোঃ নাওয়াজ এবং স্বতন্ত্র পরিচালক জনাব মোঃ সাজিদুর রহমান ও জনাব জিয়াউর রহমান জিয়া এফসিএ। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান (চলতি দায়িত্ব) এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোাঃ নুরুল আজীম, এ কে এম রাশেদুল হক চৌধুরী ও আলতাফ হোসেন ভুঁইয়াসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ। সম্মেলনে ব্যাংকের ১০৫ টি শাখার প্রধান, উপ-প্রধান এবং উপশাখার ইনচার্জগণ অংশ নেন। এ সময় ব্যাংকের ২০২২ সালের ব্যবসায়িক অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.