শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের আজিজ পাইপস্ লিমিটেডের পরিচালনা পর্ষদ উৎপাদন চালুর সিদ্ধান্ত নিয়েছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ১ অক্টোবর ২০২২ তারিখ থেকে কোম্পানির উৎপাদন কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে উৎপাদন চালুর বিষয়ে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।